এসএমই ফাউন্ডেশনে চাকরি, বেতন ছাড়াও থাকছে অন্যান্য সুযোগ-সুবিধা

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা পরিচালক পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ২ লাখ ৫০ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ)
পদের নাম: ব্যবস্থাপনা পরিচালক
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: শিক্ষাজীবনের সকল স্তরে কমপক্ষে দুটি প্রথম বিভাগ/শ্রেণিসহ সকল পরীক্ষায় অন্যূন দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: শিল্পায়ন এবং এসএমই উন্নয়নে বিশেষ দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রাইভেট সেক্টর এবং এসএমই সেক্টরে কাজের অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণির নির্বাহী হিসেবে কমপক্ষে ২০ বছর চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম (প্রাথমিকভাবে চুক্তির মেয়াদ তিন বছর। তবে ছয় মাস চাকুরি সম্পূর্ণ হওয়ার পর কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে অবশিষ্ট সময়ের জন্য চুক্তি অনুমোদন করা হবে।
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ৫০ থেকে ৬০ বছর (২২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী)

কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়
বেতন: সর্বসাকুল্যে মাসিক ২,৫০,০০০ টাকা।
অন্যান্য সুবিধা: ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৪