বানৌজা শেখ মুজিব শাখায় নিয়োগ নেবে ৭ জন, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের অধীনে পরিচালিত নৌপরিবার শিশু নিকেতন ঢাকা বানৌজা শেখ মুজিব শাখায় ০৩টি পদে ০৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৯ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: নৌপরিবার শিশু নিকেতন ঢাকা
শাখার নাম: বানৌজা শেখ মুজিব শাখা

পদের বিবরণ
jagonews24

চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের ঠিকানা: চেয়ারম্যান, নৌপরিবার শিশু নিকেতন ঢাকা (নোঙ্গর ভবন), নাবিক আবাসিক এলাকা, মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

আবেদন ফি: ট্রাস্ট ব্যাংক লিমিটেড, কাফরুল শাখা, মিরপুর-১৪ এর অনুকূলে শিক্ষক পদের জন্য ৩০০ টাকা, অফিস সহকারী পদের জন্য ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে।

লিখিত পরীক্ষার তারিখ ও সময়: ১২ নভেম্বর ২০২৩ তারিখ সকাল ১০টা

লিখিত পরীক্ষার স্থান: নেডি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ ঢাকা, বানৌজা শেখ মুজিব, খিলক্ষেত, ঢাকা-১২২৯।

আবেদনের শেষ সময়: ০৯ নভেম্বর ২০২৩

সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ০১ নভেম্বর ২০২৩