নারায়ণগঞ্জ অফিসে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, ফ্রেশারদেরও সুযোগ

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ পদে আবেদন করতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ফ্রেশার/নবীনদেরও উৎসাহিত করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানটির নারায়ণগঞ্জ অফিসে নিয়োগ পাবেন।

পদের নাম: সহকারী প্রকৌশলী-মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইনস্ট্রুমেন্টেশন (কেমিক্যাল প্ল্যান্ট)। পদ সংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল/মেকাট্রনিক্স/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি।

কাজের ধরন: প্ল্যান্ট অপারেশনের সময় কোনো ধরনের সমস্যা দেখা দিয়ে তা চিহ্নিত করে সমাধানে উদ্যোগী হওয়া। সমস্যা সমাধানে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট টিমকে সহায়তা করা। বিভিন্ন পাম্প, কম্প্রেসার এবং পাম্পের যান্ত্রিক সীল, ভালভ ইত্যাদির প্রতিস্থাপনের কাজে সহায়তা করা।

চাকরির ধরন: পূর্ণকালীন।

প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে প্রার্থীর ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যেকোনো রাসায়নিক শিল্পে প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে এ পদে আবেদন করতে ফ্রেশারদেরও উৎসাহিত করা হয়েছে।

বয়সসীমা: কমপক্ষে ২৩ বছর।

নিয়োগের স্থান: নারায়ণগঞ্জ অফিস।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদন পদ্ধতি: আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ: ২৫ আগস্ট, ২০২৩।