জনবল নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে গ্রন্থাগার সহকারী পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: গ্রন্থাগার সহকারী

পদ সংখ্যা: ০১

আবেদন যোগ্যতা: প্রার্থীকে এস এস সি/এইচ এস সমমানের ন্যূনতম দ্বিতীয় বিভাগ/জিপিএ ৫ স্কেলে ৩.০০ এবং সিজিপিএ ৪ স্কেলে ন্যনতম ২.৭৫ সহ স্নাতক পাশসহ তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা-এর উপর ০১ (এক) বছর ডিপ্লােমা থাকতে হবে। প্রার্থীকে সরকারী বা সরকার অনুমাদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিটার পরিচালনায়
দক্ষ হতে হবে।

বেতন স্কেল: গ্রেড-১৫) ৯,৭০০-২৩,৪৯০/- টাকা

আবেদন ফি: পরিচালক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুকুৃলে প্রদেয় ৩০০/- (তিনশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (পােষ্টাল অর্ডার গ্রহণ যােগ্য নয়)।

আবেদন যেভাবে: সকল পরীক্ষা পাশের সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপি সাদা কাগজে পূর্ণ জীবনবৃত্তান্ত সহ আবেদন করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

আবেদনের শেষ তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২৩

সূত্র: সমকাল, ২১ আগস্ট ২০২৩