অফিসার পদে স্কয়ারে চাকরির সুযোগ, এইচএসসি পাসে আবেদন

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে সেলস অফিসারের একটি পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ন্যূনতম এইচএসসি পাস শিক্ষার্থীরা এ পদের জন্য আবেদন করতে পরবেন।

পদের নাম: সেলস অফিসার। পদ সংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাস হতে হবে।

কাজের ধরন: দোকান থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং দোকানে অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা। বিক্রয় লক্ষ্য অর্জন করা। পরিবেশকের সাথে সুসম্পর্ক বজায় রাখা।

বয়সসীমা: ৩২ বছর।

প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা: বিক্রয়ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে । দেশের যেকোনো স্থানে চাকরি করা এবং ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

নিয়োগের স্থান: বাংলাদেশের যেকোনো জায়াগায়।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার যাবতীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, জীবনবৃত্তান্ত সহ আগামী ২৫ আগস্ট সকাল ৮:৩০ মিনিটের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় লিখিত পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে।

পরীক্ষার স্থান: ‘‘স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, স্যামসন সেন্টার, ৪৩ সাউথ এভিনিউ, রোড ১২৬, প্লট-সিইএস (জি) ৫এ, গুলশান ১, ঢাকা ১২১২।’’

আবেদনের শেষ তারিখ: ২৫ আগস্ট, ২০২৩।